দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেন্সর পেয়েছে নায়ক ফেরদৌস-এর প্রযোজনার ছবি ‘এক কাপ চা’। কোরবানীর ঈদ উপলক্ষে ছবিটি সেন্সরে জমা দেওয়া হয়েছিল, কোনো কাটছাঁট ছাড়াই সেন্সর ছাড়পত্র পয়েছে।
কোনো কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পাওয়ায় নায়ক ফেরদৌস বলেছেন, ‘কোরবানীর ঈদ উপলে ছবিটি সেন্সরে জমা দেওয়া হয়েছিল। ছাড়পত্র নিয়ে উৎকণ্ঠায় ছিলাম না। তবে একটিই চিন্তা ছিল যে, সেন্সর বোর্ড সদস্যদের ছবিটি ভালো লাগবে কি না তা নিয়ে। সেন্সর বোর্ড ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন। চেষ্টা করেছি, কমেডি ধাঁচের লাভ স্টোরি দর্শককে উপহার দিতে। আশা করি, সবার ভালো লাগবে ছবিটি।’
‘এক কাপ চা’ ছবির প্রধান ৩টি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী এবং ঋতুপর্ণা। ওপার বাংলা থেকে ফেরদৌসকে শুভেচ্ছা জানিয়ে ঋতুপর্ণা বলেছেন, ‘নিঃসন্দেহে এটি অনেক খুশির খবর যে, ছবিটি আনকাট ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে। মুক্তির সময় একবার হলেও ঢাকায় আসার চেষ্টা করবো।’
‘এক কাপ চা’ ছবিটির কাহিনী, সংলাপ এবং চিত্রনাট্য রচনা করেছেন- বাসু চ্যাটার্জি ও পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। এছাড়া ছবিটির সংগীত পরিচালনা করেছেন ওপার বাংলার নচিকেতা, এপারের আইয়ুব বাচ্চু, ইমন সাহা, এসআই টুটুল, ফুয়াদ এবং ঋষি।
প্রযোজনা সংস্থা জানিয়েছে, ব্যতিক্রমধর্মী এই ‘এক কাপ চা’ ছবিটি দর্শকদের মন জয় করবে এবং ব্যবসা সফল হবে বলে তাদের বিশ্বাস।