দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিষিদ্ধ ঘোষিত জেএমবির ভারপ্রাপ্ত প্রধানসহ ৭ জঙ্গিকে আটক করেছে ডিবি পুলিশ। টঙ্গীর তুরাগ থানা এলাকা হতে গতকাল বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত প্রধান তাসনিমসহ ৭ সদস্যকে টঙ্গীর তুরাগ থানা এলাকা হতে বৃহস্পতিবার রাতে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এ সময় বিপুল বিস্ফোরকও উদ্ধার করেছে ডিবি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়) মো: মাসুদুর রহমান বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। উপ কমিশনার মো: মাসুদুর রহমান বলেছেন, ‘টঙ্গিল তুরাগ এলাকা হতে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ জেএমবির ওই সদস্যদের গ্রেফতার করা হয়েছে। তারা নাশকতার জন্য পরিকল্পনা করছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে।’
উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) মূল নেতাদের ফাঁসি দেওয়ার পর তারা বিভিন্নভাবে আত্মগোপন করে থাকে। ভেতরে ভেতরে এরা সংগঠিত হচ্ছে। তবে র্যাব ও গোয়েন্দাদের কড়া নজরদারির কারণে মাঝে-মধ্যেই জেএমবির সদস্যরা তাদের পরিকল্পনা বাস্তবায়নের আগেই ধরা পড়ছে।