দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ শনিবার রংপুরে জাতীয় পার্টির মিছিলে বোমা হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে। জাতীয় পার্টির দুটি গ্রুপের মধ্যে বিবাদের জের হিসেবে এই বোমা হামলার ঘটনা ঘটেছে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে।
জানা যায়, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার সকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ ছিল নবগঠিত জেলা এবং মহানগর জাপার। প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার সমর্থকরাও একইস্থানে সভা আহ্বান করে। যে কারণে গতকাল শুক্রবার রাতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
এসব কারণে গতকাল থেকেই জাতীয় পার্টির দু’পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল। এদিকে এরশাদপন্থী হিসাবে পরিচিত নবগঠিত জেলা এবং মহানগর কমিটির বিক্ষোভ মিছিল বের করলে তাতে বোমা হামলার ঘটনা ঘটে। দুপুরে নগরীর শাপলা চত্বরে বিকট শব্দে পর পর কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটে। এ সময় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ সময় শাপলা চত্বরের বেশকিছু দোকানপাটেও হামলা-ভাংচুর চালায়।
এই ঘটনার পর নবগঠিত জেলা এবং মহানগর কমিটির নেতৃবৃন্দ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার সমর্থকদেরকে দায়ী করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।