দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সমাজ থেকে মানবিকতা দিনকে দিন উঠে যাচ্ছে। স্বার্থের জন্য মানুষ মানুষকে খুন করছে। সমাজে চলছে নানা অকর্ম। এমন অবস্থার মধ্যে এবার এক শিক্ষিকার হাতের কব্জি কেটেছে তারই স্বামী!
ঘটনাটি ঘটেছে রাজধানী ঢাকার সন্নিকটে সাভারে। সাবিনা আক্তার (২৫) নামে এক স্কুল শিক্ষিকার হাতের কব্জি কেটে নিয়েছে তারই স্বামী। তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় সাভারের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সাভার পৌর এলাকার উত্তর চাপাইন মহল্লায় ঘটেছে এমন লোমহর্ষক ঘটনা।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, উক্ত শিক্ষিকা সাবিনা আক্তার উত্তর চাপাইন মহল্লায় স্বামীর সঙ্গে ভাড়া বাড়িতে বসবাস থাকতেন। সাবিনা স্থানীয় ব্রাক বিদ্যালয়ের শিক্ষকতা করেন।
ওই শিক্ষিকা সাংবাদিকদের জানান, তার স্বামীর নাম হিরা মিয়া, সে গার্মেন্টকর্মী। তারসঙ্গে দেড় বছর আগে সাবিনার বিয়ে হয়। বিয়ের পর হতে স্বামীর সঙ্গে সাভার পৌর এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করতেন।
তিনি জানতে পারেন বিয়ের কয়েকমাস পরই তার স্বামী গোপনে দ্বিতীয় বিয়ে করেন। যে কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাধ লেগেই থাকতো। গতকাল মঙ্গলবার সকালে তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে স্বামী হিরা তাকে দা দিয়ে ডান হাতের কব্জি কেটে ফেলেন। পরে যন্ত্রণায় ছটফট করে চিৎকার করতে থাকলে এলাকাবাসী তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সাভার মডেল থানা ঘটনার সত্যতা স্বীকার করেছে। থানা পুলিশ বলেছে, শিক্ষিকার কব্জিটি উদ্ধার করা হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি আছেন। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।