দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জামায়াতে ইসলামী আগামীকাল মঙ্গলবার সারা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লার মামলার রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
এদিকে জামায়াতে ইসলামীর এই হরতালের কারণে দেশের শিক্ষার্থী এবং তাদের অবিভাবকরা এক চরম অনিয়শ্চতার মধ্যে পড়লেন। সাধারণ মানুষের মৌলিক অধিকারের তোয়াক্কা না করে জামায়াতে ইসলামীর এই হরতাল আহ্বানকে কেও মেনে নিতে পারছে না। এ বিষয়ে বেশ কয়েকজন অবিভাবকের সঙ্গে আলাপ করলে তারা বলেন, রায় হওয়ার পর পরশু এই হরতাল দেওয়া যেতো। কারণ পরশু কোন পরীক্ষা ছিল না। অথচ একদিন আগেই এই হরতাল ডেকে জামায়াতে ইসলামী দেশের মানুষকে অবজ্ঞা করেছেন। দেশের মানুষের জামায়াতে ইসলামীর প্রতি যতটুকু সহানুভূতি ছিল তা পুরোপুরি নষ্ট হয়ে গেলো। প্রকারন্তে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে চলে গেলো দেশের এই এস.এস.সি পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত নাগরিকরা।
উল্লেখ্য, মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালে ২য় রায় হিসেবে কাদের মোল্লার বিরুদ্ধে আগামী কাল মঙ্গল রায় দেবে।