দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বকাপ শেষ হওয়ার পর আমরা যেনো তারকা খেলোয়াড়দের ভুলেই যেতে বসেছিলাম। আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার আলোচনার শীর্ষে এসেছেন রোনাল্ডো। রোনাল্ডোর দাম উঠেছে ১৪০ মিলিয়ন পাউন্ড।
পর্তুগাল ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে যদি পেতে চান তাহলে আপনাকে গুণতে হবে ১৪০ মিলিয়ন পাউন্ড বা তারও বেশি। কারণ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হিসাব অনুযায়ী ঘরের ছেলেকে ঘরে ফেরাতে এ রকম অবিশ্বাস্য অঙ্ক নাকি খরচ করতে হবে ওই ক্লাবকে এবং আশ্চর্যের হলে সত্য যে সেটা খরচ করতেও ম্যাঞ্চেস্টার তৈরি!
শোনা যাচ্ছে, যে ফুটবলারকে ৮ কোটি পাউন্ডে বিক্রি করেছিল এক সময় ম্যাঞ্চেস্টার, তাকে সই করিয়ে আবার দলবদলের বাজারে রেকর্ড করতে প্রস্তুত ফান গলের ক্লাব। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে ‘রোনাল্ডো ঘরে ফেরো’ এমন ব্যানারে ভরে গিয়েছে ওল্ড ট্র্যাফোর্ড। মহাতারকার প্রতি এখনও কতটা ভালবাসা লুকিয়ে আছে ম্যাঞ্চেস্টার সমর্থকদের মধ্যে, তা প্রমাণ করতে রিয়াল মাদ্রিদ ম্যাচে বিমান করে ‘কাম হোম রোনাল্ডো’ ব্যানার ওড়াতেও নাকি তৈরি তারা! তবে সমর্থকদের ইচ্ছা যা-ই হোক না কেনো, রোনাল্ডোকে ফেরাতে তাকে বিক্রি করার দামের দ্বিগুণেরও বেশি অর্থ খরচ করতে হবে রুনির ক্লাবকে। শুধু তাই নয়, তারপরও সাপ্তাহিক বেতন হিসাবে প্রায় ৪ লক্ষ পাউন্ড নাকি চাইবেন রোনাল্ডো!
ওই ক্লাব সূত্রের ধারণা, সিআর সেভেনকে ফেরানোর জন্য অস্বাভাবিক অঙ্ক খরচ করতে হলেও চিফ এগজিকিউটিভ এড উডওয়ার্ড পর্তুগিজ মহাতারকাকেই বিপণন করতে প্রস্তুত। তারা মনে করছেন, রোনাল্ডো আসায় ‘ব্র্যান্ড-ভ্যালুতে’ আরও অনেক এগিয়ে যাবে ম্যান ইউ। জার্সি বিক্রি হতে শুরু করে রোনাল্ডোর সব স্পনসরের থেকেও অনেক লাভবান হবে এই ক্লাব।
আসলে কি ঘটতে যাচ্ছে তা জানতে বিশ্ববাসীকে আর একটু অপেক্ষা করতে হবে।