দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার পিসির কিংবা পড়ার টেবিলটি যদি কার্ডবোর্ডের হয় তবে কেমন হবে? ভাবছেন ভালো হবে না। কিন্তু নিউজিল্যান্ডের একদল ডিজাইনার কার্ডবোর্ডের তৈরি এমন একটি টেবিল তৈরি করেছেন যা ভাঁজ করে রাখা যায়, সহজে বহনযোগ্য। তবে চলুন কার্ডবোর্ডের তৈরি সেই বিস্ময়কর টেবিল সম্পর্কে জেনে নেওয়া যাক।
এই কার্ডবোর্ডের তৈরি টেবিলটির ডিজাইন করেছেন ফ্রেসার ক্যালাওয়ে, অলিভার ওয়ার্ড এবং ম্যাট ইন্স। তারা তাদের তৈরি এই টেবিলের নাম দিয়েছেন রিফোল্ড। তাদের নিজের ভাষায় এই টেবিলটি, ফোল্ডেবল, ফ্লেক্সিবল, পোর্টেবল এবং রিসাইকেলেবল। এই টেবিলটি একজন প্রাপ্তবয়স্কের ওজন সামলাতে পারে।
আরো জেনে নিন- কিভাবে ওয়েব ব্রাউজ করা যাবে ইন্টারনেট ছাড়াই!
অথচ পুরো টেবিলটির ওজন মাত্র ৬.৫ কেজি। ব্যবহারকারী চাইলে কার্ডবোর্ডের তৈরি এই টেবিলটিকে যেকোনো আকার দিতে পারবেন। আপনি যদি বসে কাজ করতে চান তবে একে বসে কাজ করার টেবিলের আকার দিতে পারবেন।
আবার আপনি যদি দাঁড়িয়ে কাজ করতে চান তবে দাঁড়িয়ে কাজ করার টেবিলের আকার দিতে পারবেন। আবার আপনি জায়গা স্থানান্তর করলে একে ভাঁজ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন।
রিফোল্ডের প্রস্তুতকারকরা বলছেন তারা এই ধরনের টেবিল তৈরি করেছেন মূলত দাড়িয়ে কাজ করা ব্যক্তিদের কথা চিন্তা করে। কেননা সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে যে, বসে কাজ করাটা অনেক ক্ষেত্রেই অস্বাস্থ্যকর এবং সময়ক্ষেপণ।
আপনি কি জানেন- ৭,০০০ ফুট উঁচু থেকে পড়েও ঠিক ঠাক আইফোন ৬ [ভিডিও]
কিকস্টার্টার ক্যাম্পেইনে তারা তাদের এই কাজের প্রদর্শনী করছে। এছাড়াও তারা প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে শিক্ষার মান বৃদ্ধির জন্য ইউনিসিফের সাথে যৌথভাবে কাজ করছে। তাই তারা এই প্রদর্শনীতে ডোনেশন গ্রহণ করছে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর শিক্ষার মান উন্নয়নের জন্য। ভিজিট করুন কিকস্টার্টার।
তথ্যসূত্রঃ বোরপান্ডা