The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

তাইওয়ানের টিইভি ব্র্যান্ডের বহনযোগ্য ডিজিটাল সাউন্ড সিস্টেম বাজারে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তাইওয়ানের টিইভি ব্র্যান্ডের বহনযোগ্য ডিজিটাল সাউন্ড সিস্টেম এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। নতুন এই সাউন্ড সিস্টেমটি বহনযোগ্য ও আধুনিক সুযোগ-সুবিধা হওয়ায় ক্রেতাদের আগ্রহ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

TA 330

নতুন এই ডিজিটাল সাউন্ড সিস্টেমটি ইউনিক বিজনেস সিস্টেমস লিমিটেড দেশের বাজারে এনেছে। এটি তাইওয়ানের টিইভি ব্র্যান্ডের টিএ ৩৩০ ও টিএ ৬৮০ মডেলের দুটি নতুন বহনযোগ্য ডিজিটাল সাউন্ড সিস্টেম।

কি কি রয়েছে:

এতে রয়েছে ডুয়েল চ্যানেল মাইক্রোফোন, ৬. ৫ ফুলরেঞ্জ স্পিকার, এসডি কার্ড, ইউএসবি পোর্ট, লাইন-ইন অডিও ইনপুট এবং হাই রেঞ্জ সাউন্ড অ্য্যালার্ট।

সুবিধাগুলো:

টিইভি ব্র্যান্ডের টিএ ৩৩০ ও টিএ ৬৮০ মডেলের সাউন্ড সিস্টেমে রয়েছে পুনরায় চার্জযোগ্য ব্যাটারি এবং এতে রয়েছে অটো চার্জিং ডিভাইস। এই সাউন্ড সিস্টেম শ্রেণীকক্ষ, ওয়ার্কশপসহ যে কোনো অনুষ্ঠান আয়োজনের সময় ব্যবহার করা সম্ভব। কারণ এর সাউন্ড খুবই সুন্দর। এক কথায় বলতে গেলে এক অসাধারণ সাউন্ড সিস্টেম রয়েছে এটিতে।

দাম:

# টিএ ৩৩০ মডেলের দাম ৩৪ হাজার ৫০০ টাকা
# টিএ ৬৮০ মডেলের দাম ৬২ হাজার টাকা

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...