দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের চারপাশের পরিবেশটা ঋতু থেকে ঋতুতে ফটোশপের মতো তার রঙকে পরিবর্তন করে। হয়তো বিষয়টি আপনার চোখ এড়িয়ে যায় কেননা আপনি তা ভালভাবে খেয়াল করেন না অথবা ঋতুর এই পরিবর্তন নগরজীবনে তেমন প্রভাব ফেলে না বলে লক্ষ্য করেননি। এখানে কিছু ছবি তুলে ধরা হলো যা ঋতু পরিবর্তনের সাথে সাথে পরিবেশের পরিবর্তনকে চমৎকারভাবে ফুটিয়ে তুলছে।
পরিবেশের এই পরিবর্তনটি আপনি বেশি লক্ষ্য করবেন সবুজ গাছপালার মাঝে। একেকটা ঋতুতে গাছের পাতার বর্ণের পরিবর্তন তার পাশাপাশি গাছের ফুল। এটি এক অনন্য সমন্বয় যা আপনাকে বিমোহিত করবে।
এ যেন প্রাকৃতিক কোন ফটোশপ যা প্রকৃতির ব্রাশ দিয়ে নানা সময়ে নানা বর্ণের আলোকচ্ছটা তৈরি করছে কিংবা দৃশ্যপটে ব্লার আনছে। আমাদের দেশের কথাই একবার ভাবুন না, গ্রীষ্মের চারপাশে মৌসুমি ফলের মৌ মৌ গন্ধ আর বর্ণ।
বর্ষায় ছায়াময় কালচে পরিবেশে কদম ফলের সৌরভ, শরতে আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুল, হেমন্তে পাকা ধানের হলুদ রঙের খেলা, শীতের সকালের কুয়াশায় ঢাকা ফ্যাকাশে দৃশ্য এবং বসন্তের চারপাশের নানা ফুলের আলোক বর্ণালি। কি চমৎকার তাই না।
তেমনি এই ছবিগুলো। এগুলো আমাদের দেশের নয় কিন্তু ঋতু পরিবর্তনের সাথে সাথে যে পরিবেশের পরিবর্তন হয় তা বোঝা যাবে এই ছবিগুলো থেকে। আপনি হয়তো ভাবতে পারেন এগুলো ফটোশপে করা কিন্তু একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এগুলো প্রাকৃতিক ফটোশপে করা। আরো দেখুন গ্যালারিতে-
তথ্যসূত্রঃ বোরপান্ডা