The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় হুদহুদের আঘাতে নিহত ২

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ রবিবার বেলা ১১টায় ঘূর্ণিঝড় হুদহুদ ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হেনেছে। সর্বশেষ সংবাদ অনুযায়ী এতে ২ জন নিহত হয়েছে।

Cyclone Hudhud kills 2

সংবাদ মাধ্যম জানিয়েছে, ঘূর্ণিঝড় হুদহুদের আঘাতে ভারতের অন্ধ্রপ্রদেশে ২ জন নিহত হয়েছে। অন্ধ্রপ্রদেশে বিশাখাপাট্টাম এবং শ্রীকাকুলাম জেলায় ঘূর্ণিঝড় হুদহুদের আঘাতে ২ জন মারা গেছে। রাজ্য সরকারের বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

আজ রবিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে অন্ধ্রপদেশে ঘণ্টায় ২শ’ কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড় হুদহুদ। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিশাখাপাট্টামসহ বিভিন্ন অংশে প্রচুর বৃষ্টিপাতও হয়। ঘূর্ণিঝড়ে বহু কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে গাছ উপড়ে গেছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় অনেক স্থানে বিদ্যুৎ যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এখনও পাওয়া যায়নি বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...