দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০১৪ খৃস্টাব্দ, ১ কার্তিক ১৪২১ বঙ্গাব্দ, ২০ জিলহজ্ব ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
মিলে-মিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ’ এই কথাটি যথার্থ। কারণ নারী-পুরুষ সবাই আমরা মিলে-মিশে যদি কাজ করি তাহলে আমাদের কেনো উন্নতি হবে না?
যে ছবিটি দেখছেন এটিও ঠিক তেমনই একটি ছবি। আমাদের দেশের নারীরাও এখন ঘরে বসে থাকে না। ঘরকুনোর কাজ ছাড়াও ঘরের বাইরে গিয়ে পুরুষদের মতো সব কাজই করতে পারেন এবং করেনও। নিজে স্বাবলম্বি হচ্ছেন সেই সঙ্গে দেশের জন্যও করছেন। সমাজের এসব ‘বীরাঙ্গনা’ নারীদের জানাই হাজার সালাম। আজকের এমন সুন্দর একটি ছবির জন্য এর আলোকচিত্রী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ছবি: currentconservation.org এর সৌজন্যে।