দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মঙ্গল গ্রহ নিয়ে মানুষের গবেষণার শেষ নেই। এবার মঙ্গলের কঠিন পাথরে এমন কিছু জীবাশ্ম পাওয়া গেছে যা দেখতে অনেকটা কুমীরের মতো।
লাল গ্রহ হিসেবে পরিচিত মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন। এবার মনে হচ্ছে বিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণার স্বপ্ন সত্যিই বাস্তবায়িত হতে যাচ্ছে। মঙ্গলের কঠিন পাথরে বিজ্ঞানীরা এমন কিছু জীবাশ্ম পেয়েছেন যা দেখতে কিছুটা কুমীরের মতোই। যে কারণে লালগ্রহ হিসেবে পরিচিত মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল অথবা রয়েছে এমনই অনুমান করছে মার্স কিউরিসিটি রোভারস।
কিউরিসিটির এক জ্যোর্তিবিজ্ঞানী জো হোয়াইট লক্ষ্য করেছেন, কুমীরের মতো দেখতে কিছু জীবাশ্ম মঙ্গলের চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন যে, বস্তুটি জীবাশ্ম অথবা ফ্রোজেনে পরিণত হয়েছে। কিউরিসিটি মাস্ট ক্যামের ডান দিক হতে ৬ ফুট উচ্চতা হতে সম্প্রতি তোলা হয়েছে জীবাশ্মের এসব ছবিগুলো। অবশ্য ছবিগুলোর বিষয়ে সরকারিভাবে নাসার তরফ হতে এখনও কিছু জানানো হয়নি।
মঙ্গলগ্রহ নিয়ে বিজ্ঞানীদের গবেষণার শেষ নেই। যুগ যুগ ধরে বিজ্ঞানীরা গবেষণা করে একের পর এক বের করছেন নানা তথ্য।
তথ্যসূত্র: www.ccin.com.cn