দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মামলার রায় বুধবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আদালত এ রায় ঘোষণা করবে।
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এই মামলার রায় আগামী কাল বুধবার ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।
এরআগে, গত ২৩ মার্চ নিজামীর মামলায় চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষ করা হয় এবং যে কোনো দিন রায় ঘোষণা করা হবে মর্মে আদেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলাটি রায়ের জন্য তিনবার অপেক্ষমান রাখা হয়।
উল্লেখ্য, এ মামলার সকল কার্যক্রম শেষ করে তা গত ২০ নভেম্বর নিজামীর বিরুদ্ধে যে কোন দিন রায় ঘোষণা করা হবে মর্মে (সিএভিতে) রাখে ট্রাইব্যুনাল। গত ১৩ নভেম্বর এই মামলায় আসামীপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষ না করেই রায়ের জন্য অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল। পরে আসামিপক্ষের আবেদনের কারণে আবার যুক্তি উপস্থাপনের সুযোগ দেওয়া হয়। নিজামীর বিরুদ্ধে গত বছরের ২৬ আগস্ট হতে ৮ অক্টোবর র্পযন্ত প্রসকিউিশনে সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মুক্তিযোদ্ধা, অধ্যাপক, সাংবাদিকসহ মোট ২৬ জন।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার এক মামলায় ২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে গ্রেফতার করে পুলিশ। পরে একই বছরের ২ আগস্ট এক আবেদনের পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।