দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আত্মহত্যার আগে একটি চিরকুটে লিমা খাতুন আর্জি জানিয়েছে, ‘জানাজার আগে কোনো পুরুষ যেনো আমাকে না দেখে।’ গতকাল শুক্রবার সিরাজগঞ্জে এই স্কুল ছাত্রী চলন্ত ট্রাকের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্কুল ছাত্রী লিমা খাতুন (১৬) চলন্ত ট্রাকের নিচে ঝাপ দিয়ে গতকাল শুক্রবার আত্মহত্যা করেছে। নিহত লিমা খাতুন অত্র উপজেলার বক্ষ্রগাছা ইউনিয়নের হামিন দামিন গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর ছাত্রী।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিএম ইমদাদুল হক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় লিমা খাতুন নামে ওই স্কুল ছাত্রী চলন্ত ট্রাকের নিচে ঝাপ দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত লিমা খাতুনের লাশ উদ্ধারের সময় তার কাছে একটি চিরকুট পাওয়া যায়। ওই চিরকুপে সে নিজের নাম-ঠিকানা লিখেছে এবং আরও লিখেছে যে, ‘আমার মৃত্যুর জন্য কেও দায়ী নয়। আমি আমার মালিকের কাছে চলে গেলাম। আমার মৃত্যুর পর তাড়াতাড়ি কবর দিও, জানাজার আগে কোন পুরুষ যেনো আমাকে না দেখে।
ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।