দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি চাইলে আপনার স্মার্টফোনকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার কম্পিউটার থেকে। এর জন্য আপনার শুধু দুটি অ্যাপ ইন্সটল করা থাকতে হবে। তাহলেই আপনি আপনার স্মার্টফোনটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
আপনাকে Android স্মার্টফোন পিসি থেকে নিয়ন্ত্রণ করতে হলে শুরুতেই মনে রাখতে হবে সম্পূর্ণ প্রক্রিয়াটি ক্যাবল মাত্র উইন্ডোজ ৮ কিংবা ৮.১ ছাড়া অন্য কোনও অপারেটিং সিস্টেমে হবেনা।
এবার আপনার ফোনে পটেনশিয়াল নামের অ্যাপ ইন্সটল করে নিন। অ্যাপ ডাউনলোড লিঙ্ক পেতে এখানে ক্লিক করুন।
ইন্সটল শেষে নিজের ইমেইল আইডি দিয়ে লগ ইন করুন নিচের ছবির মত।
লগ ইন শেষে ফোনের নাম দিতে বলবে নাম দিন পছন্দ মত।
ইনিস্টল শেষে পিসি এর পটেনশিয়াল সফটওয়্যার থেকে ফোনে যে ইমেইল দিয়ে লগ ইন করেছেন কই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। ব্যস হয়ে গেলো এবার আপনি আপনার ফোনের ব্যাটারি স্টেটাস, ওয়াইফাই সহ আরো অনেক কিছু পিসি থেকেই দেখতে এবং নিয়ন্ত্রণ করতে পারবেন।