The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

[টিউটোরিয়াল] আপনার কম্পিউটারকে শর্টকাট ভাইরাসমুক্ত করবেন যেভাবে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আমাদের অনেকেরই কম্পিউটার শর্টকাট ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে। এই শর্টকাটগুলো ডিলিট করলেও তা আবার ফিরে আসে। এটা আসলে ভাইরাস নয় VBS script। এমন অবস্থার মুখোমুখি হলে আপনি কি করবেন? তো আপনার জন্য এই শর্টকাট ভাইরাসমুক্ত হওয়ার কিছু টিপস তুলে ধরা হলো।


Shortcut virus

যে সকল কম্পিউটার আক্রান্ত হয়নি সে সকল কম্পিউটারের ক্ষেত্রেঃ

১. RUN এ যান। একটি উইন্ডো আসবে।

২. wscript.exe লিখে এন্টার চাপুন।

৩. stop script after specified number of seconds: এ 1 দিয়ে apply করুন।

এরপর থেকে কোন শর্টকাট ভাইরাস আপনার কম্পিউটারে প্রবেশ করবে না।

যে সকল কম্পিউটার আক্রান্ত হয়েছে সেগুলোর ক্ষেত্রেঃ

১. আপনার পিসির ctrl+shift+esc প্রেস করুন।

২. process ট্যাবে গিয়ে show process for all user প্রেস করুন।

৩. সেখান থেকে wscript.exe ফাইলটি খুজে বের করুন।

৪. End process এ ক্লিক করুন।

৫. এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।

৬. সার্চবক্সে wscript নামের সব ফাইলগুলো shift+delete দিন।

৭. যে ফাইলগুলো delete হচ্ছে না ওইগুলো skip করে দিন।

৮. এবার RUN এ যান।

২. wscript.exe লিখে এন্টার চাপুন।

৩. stop script after specified number of seconds: এ 1 দিয়ে apply করুন।

যে সকল পেনড্রাইভ আক্রান্ত সেগুলোর ক্ষেত্রেঃ

১. পেনড্রাইভটি কম্পিউটারের সাথে সংযুক্ত করুন তারপর cmd তে যান।

২. পেনড্রাইভের ড্রাইভ লেটারটি লিখে enter দিন। (যেমন: এটি হতে পারে I:/)

৩. এবার উল্লেখিত কোডটি সঠিকভাবে লিখুন। কোডঃ attrib -s -h /s /d *.* তারপর enter কী চাপুন।

৪. এবার দেখুন পেনড্রাইভে রাখা ফাইলগুলো পুনরায় দেখাচ্ছে কিনা? দেখালে ডাটাগুলো সংরক্ষণ করে পেনড্রাইভ ফরম্যাট করে দিন।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali