দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার আইফোন ৬ প্লাসে এক প্রোগ্রামার উইন্ডোজ অপারেটিং সিস্টেম পরিচালনা করে তাক লাগিয়ে দিয়েছেন। আইফোনে উইন্ডোজ অপারেটিং ব্যবহারের এই বিরল কাজ করেছেন চীনের এক প্রোগ্রামার।
চীনের ওই প্রোগ্রামার আইফোন ৬ প্লাসে iDos সিম্যুলেটর ব্যবহার করে উইন্ডোজ ৯৫ চালিয়েছেন। এতে করে অনেকেই বাহ বাহ দিচ্ছেন ওই প্রোগ্রামারকে। এটিই কোনও আইফোনে উইন্ডোজ অপারেটিং সিস্টেম পরিচালনার প্রথম নজির। কিভাবে আইফোন ৬ প্লাসে উইন্ডোজ সেটাপ দিয়েছেন জানতে চাইলে ওই প্রোগ্রামার বলেন iDos সিম্যুলেটর ব্যবহার করে তিনি বিশেষ প্রক্রিয়াতে এই কাজ করেছেন। তবে উইন্ডোজ ৯৫ এর বদলে এক্সপি কিংবা উইন্ডোজ ৭ দেয়া যাবে কিনা জানতে চাইলে তিনি জানান, না এটা সম্ভব হচ্ছেনা আপাতত। \
তিনি আরো জানান, আমি একে আরো আপডেট করতে কাজ করে যাচ্ছি। তবে এখনো উইন্ডোজ ৯৫ এর পরের কোনও উইন্ডোজ দিয়ে সাফল্য পাইনি। অনেক প্রোগ্রামার নিজদের আইফোনে উন্নত সংস্করণের গেম খেলতে সিম্যুলেটর ব্যবহার করে থাকেন। অনেকেই সিম্যুলেটর ব্যবহার করে ফোনের বিভিন্ন প্রোগ্রাম এবং ক্ষমতা বাড়ান। তবে এবার সম্পূর্ণ অপারেটিং সিস্টেম পরিবর্তন অনেকটা সাড়া জাগিয়েছে বলা চলে।
সূত্র- টেকক্রাঞ্চ