দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষের নাম কি? অনেকেই হয়ত জানেন তার নাম সুলতান কশেন এবং তিনি তুরস্কের নাগরিক। অপর দিকে পৃথিবীর সবচেয়ে খাটো মানুষ হচ্ছে Chandra Bahadur Dangi জিনি কিনা নেপালের নাগরিক তারা একে অপরের সাথে দেখা করেছেন গিনেজ ওয়ার্ল্ড বুকের ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে।
দ্যা টেলিগ্রাফের তথ্য মতে ৩১ বছরের Sultan Kösen বর্তমানে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ, তার উচ্চতা ৮’ ৩” এবং প্রথিবির সচেয়ে ছোট মানুষ Chandra Bahadur Dangi যার বয়স ৭৫ বছর এবং তিনি মাত্র ১’৭” উচ্চতার।
উচ্চতার দিক দিয়ে দুই মেরুর দুই বাসিন্দা এক সাথে মিলেছেন গিনেজ বুক অব রেকর্ডের ৬০ তম বার্ষিকীতে। Sultan Kösen বলেন, ডাঙ্গিকে যখন আমি দেখি হয়তো মনে হয় সে খুবি ক্ষুদ্র মানুষ, কিন্তু জীবনের হিসেবে ভাবলে বুঝা যায় আমরা দুজনেই সমান। স্রষ্টার সৃষ্টি। এছাড়া মনের চোখ দিয়ে দেখলে বুঝা যায় সে খুবি ভালো একজন মানুষ।”
দুই মেরুর দুই মানুষ একে অপরের সাথে ছবি তুলেন এবং তা ইতোমধ্যে বিভিন্ন মিডিয়াতে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। চলুন দেখে নেয়া যাক ছবি সমূহ-