দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রস্রাবে প্রদাহ নিয়ে অনেক নারী ভুগেন, তবে সঠিক চিকিৎসা এবং করনীয় না জানার কারোনে দীর্ঘদিন এই রোগ শরীরে বাসা বেধে ফেলে। এতে করে প্রস্রাবে প্রদাহ ছাড়াও দেখা দেয় আরো অনেক উপসর্গ। আজ আমরা দেখবো প্রস্রাবে প্রদাহ এর লক্ষণ, কারণ এবং প্রতিকার সম্পর্কে বিস্তারিত।
মূত্রথলির প্রদাহের উপসর্গ সম্পর্কে সবার জানা থাকা প্রয়োজন। উপসর্গ সমুহ নিচে দেয়া হল-
১) প্রস্রাব করার সময় খুব বেশী জ্বালা অনুভূত হওয়া।
২) মাঝে মধ্যে তলপেটে কুকড়িয়ে ব্যথা হওয়া
৩) মূত্রের কখনো কখনো পরিমাণে কমে গিয়ে ফোঁটায় ফোঁটায় হওয়া
৪) প্রস্রাবের রঙ ধূসর ধোয়াটে ও দুর্গন্ধযুক্ত হওয়া
৫) নাভির দু’দিক থেকে পেছন পর্যন্ত ব্যথা
৬) শরীরে কেঁপে কেঁপে জ্বর আসা
৭) প্রস্রাবের রঙ রক্তবর্ণ হা।
8) খাওয়ায় অরুচি, মাথা ঘোরানো, বমি বমি ভাব, সমস্ত শরীর ব্যথা ইত্যাদি
প্রস্রাবে প্রদাহ এর কারন হিসেবে নিচের বিষয় সমূহ জড়িত-
১) অপরিচ্ছন্নতা
২) দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা
৩) পায়ুনালী সংক্রামণ
৪) ঘন ঘন কৃমি কর্তৃক সংক্রমণ
৫) সহবাসের কারণে মূত্রনালীতে জীবাণু প্রবেশ করা
৬) পায়ুনালী থেকে ই-কোলাই নামক জীবাণুর আক্রমণ
প্রস্রাবে প্রদাহ এর চিকিৎসা সম্পর্কে বিস্তারিত নিচে দেয়া হল-
নারীদের শরীরে বাসা বাঁধা এই প্রস্রাবে প্রদাহ রোগ নিরাময় করতে হলে উপরে বর্ণিত কারন সমূহ থেকে নিজেকে দূরে রাখতে হবে। তবে যদি এই রোগ হয়ে যায় তবে হোমিওপ্যাথিতে এই রোগের প্রতিকারের সবচেয়ে কার্যকরী উয়ায় রয়েছে। যেকোনো ক্ষতনামা হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে জান এবং চিকিৎসা নিজ খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এছারা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এখন অনেক কার্যকরী ওষুধ এই রোগ থেকে নিরাময় দিচ্ছে রোগিণীদের। তবে সব থেকে এগিয়ে আছে হোমিওপ্যাথি।