দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের ঘটনার প্রধান আসামী নূর হোসেনকে শীঘ্রই ভারত বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। বন্দিবিনিময় চুক্তির অধিনে এই হস্তান্তর হবে। অনুপ চেটিয়ার পরিবর্তে আসছে নূর হোসেন।
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশে হস্তান্তর করলে ভারত ফেরত পাবে উলফা নেতা অনুপ চেটিয়াকে। ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা অনুপ চেটিয়া এখন বাংলাদেশে কারাবন্দী। অপরদিকে নারাগণগঞ্জের ৭ খুনের প্রধান আসামী নূর হোসেন কোলকাতায় বন্দী।
গতকাল বুধবার একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুই দেশের মধ্যে নতুন করে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় এ মাসেই নূর হোসেনকে বাংলাদেশে পাঠাবে ভারত।
সূত্রটি বলেছে যে, তবে এটি কোনো বিনিময় নয়। কোলকাতায় নূর হোসেনের বিচার চলছে এবং বিচারের স্বার্থেই তাকে বাংলাদেশে পাঠানো হবে। অপরদিকে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং বিদেশি মুদ্রা রাখার দায়ে ইতিমধ্যে অনুপ চেটিয়া বাংলাদেশে তার সাজা ভোগ করেছেন। এরপর অনুপ চেটিয়া তার জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করার কারণে বাংলাদেশের আদালতের নির্দেশে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এরপর উলফার এই শীর্ষ নেতা অনুপ চেটিয়া চিঠিতে লিখেছেন, রাজশাহী কারাগারে থাকা তার অপর ২ সহচর লক্ষ্মীপ্রসাদ গোস্বামী এবং বাবুল শর্মাকে নিয়ে তিনি নিজ দেশে ফিরতে চান।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা হতে অনুপ চেটিয়াকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান, বিদেশি মুদ্রা এবং একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে ৩টি মামলা হয়। পরে ৩টি মামলায় তাকে যথাক্রমে ৩, ৪ ও ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন বাংলাদেশের আদালত। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি তার সাজার মেয়াদ শেষ হয়েছে।
আর নারায়ণগঞ্জে ৭ খুনের পর ভারতে পালিয়ে আসেন নূর হোসেন। গত ১৪ জুন রাতে কোলকাতা বিমানবন্দরের কাছে বাগুইহাটি থানার কৈখালী এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন হতে দুই সঙ্গীসহ গ্রেফতার হন নূর হোসেন।