দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এয়ার এশিয়ার বিমানটি ডুবে গেছে সাগরে। নিখোঁজ এয়ার এশিয়ার বিমানটি দুর্ঘটনা কবলিত হয়ে সম্ভবত জাভা সাগরে ডুবে গেছে- এমন ধারণা করছেন উদ্ধারকারী প্রতিষ্ঠানের প্রধান।
ইন্দোনেশীয়ার সুরাবায়া হতে ১৬২ আরোহী নিয়ে চাঙ্গি বিমানবন্দরগামী নিখোঁজ এয়ার এশিয়ার বিমানটি দুর্ঘটনা কবলিত হয়ে সম্ভবত জাভা সাগরে ডুবে গেছে- এমনটি ধারণা করছেন উদ্ধারকারী প্রতিষ্ঠানের প্রধান।
আজ সোমবার ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি-বাসারনাস প্রধান বামব্যাং সয়েলিস্টিও এক সংবাদ সম্মেলন করে এই মন্তব্য করেন।
তিনি বলেছেন, ‘এটা আমাদের প্রাথমিক ধারণা। আমাদের অনুসন্ধান প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কারভাবে জানা যাবে।
উল্লেখ্য, বৈরি আবহাওয়ার কারণে রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে অনুসন্ধান কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়।