দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্রিকেটার রুবেলের জামিনের পর পত্র-পত্রিকায় ব্যাপক সংবাদ প্রচারের পর চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি বলেছেন, জামিন হলেই মামলা শেষ হয়ে যায় না।
রুবেলের জামিনের পর পত্র-পত্রিকায় ব্যাপক লেখা-লেখির পর অভিযোগ কারিনী নাজনীন আক্তার হ্যাপি বলেছেন, ‘জামিন হওয়ার পর মনে হলো রুবেলের মামলায় শেষ! জামিন মানেই মামলা শেষ নয়। যে কেও জামিন পেতে পারেন ‘
হ্যাপি বলেছেন, তিনি এতো সহজে হাল ছাড়ছেন না। মামলার শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তিনি। অনেকটা দৃঢ়তার সঙ্গে কথাগুলো বলেন বর্তমান সময়ের এক আলোচিত ঘটনার নায়িকা হ্যাপি।
রুবেলের জামিন মঞ্জুর হওয়ার পর হ্যাপি সংবাদ মাধ্যমকে এক প্রতিক্রিয়ায় বলেন, ‘ভাগ্যের জোরে এ যাত্রায় পার পেয়ে গেলো সে। হয়তো বিশ্বকাপেও খেলবে রুবেল। কিন্তু এখানেই তো আর শেষ নয়। ঘুরেফিরে এই কাঠগড়াতেই রুবেলকে আবারও আসতে হবে।’
হ্যাপি সংবাদ মাধ্যমকে আরও বলেন, ‘সবাই আমাকে দোষারোপ করছেন। রুবেলের ভক্তদের কাছে একটাই প্রশ্ন, যেটা আগেও করেছি- এ বিষয়ে কথা বলার আগে সার্বিক পরিস্থিতি নিয়ে কেও কি কখনও ভেবেছেন? কোনো মেয়ে কি এতো সহজেই নিজেকে সমাজের নিকট খাটো করার জন্য সঁপে দিতে চায়? আমার বিশ্বাস এই মামলায় প্রকৃত সত্য বেরিয়ে আসবে। তখন না হয় সমালোচকদের কথার জবাব দেওয়া যাবে।’
উল্লেখ্য, ধর্ষণের অভিযোগে গত ১৩ ডিসেম্বর রাজধানীর মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপি। মামলায় তিনি অভিযোগ করেন যে, জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার তারসঙ্গে শারীরিক সম্পর্ক করেন।