দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হরতাল ডাকলে ভাংচুরের ভয়ে গাড়ি বের করে না। কিন্তু আজকের হরতাল একেবারেই ব্যতিক্রম। ভাংচুর হচ্ছে না বলেই যেনো গাড়ি বের করেনি গাড়ির মালিকরা! আর কত কিইনা দেখতে হবে আমাদের।

হেফাজতে ইসলামের লংমার্চ ঠেকাতে গণজাগরণ মঞ্চের ঘোষণা অনুযায়ী চলছে রেলপথ-সড়কপথ অবরোধ। অপরদিকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ ২৭টি সমমনা দলের ডাকে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। রাজধানীর রাস্তায় কোন গাড়ি নেই। খুব সামান্য প্রাইভেট কার, সিএনজি ও রিক্সা ছাড়া রাজধানী একেবারে ফাঁকা!
সেই প্রবাদ বাক্যটি আজকে মনে পড়লো ‘নাইকো বলে খাচ্ছো তুমি, থাকলে পরে কোথায় পেতে’, ঠিক এমনই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে আজকে। গাড়ি ভাংচুরের ভয়ে মানুষ রাস্তায় গাড়ি বের করে না। কিন্তু আজকে ভাংচুরের কোন ভয় নেই অথচ কোন গাড়ি রাস্তায় নামেনি। সরকারি সাপ্তাহিক ছুটির দিন হলেও বেসরকারি প্রতিষ্ঠান খোলা। যে কারণে জনগণকে বড়ই দুর্ভোগ পোহাতে হচ্ছে। কেওবা পায়ে হেটে আবার কেও অতিরিক্ত ভাড়া দিয়ে রিক্সায় চলাচল করছেন। অনেকেই এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন। আবার এই হরতাল পরিস্থিতিতে অনেকেই তাইতো বলছেন, আজ ‘সরকারের হরতাল’!