দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হলে গিয়ে ‘ওয়ান্টেডের’ পোস্টার ছিঁড়ে শিল্পী-কুশলীরা প্রতিবাদ জানিয়েছেন। গতকাল শুক্রবার থেকে ঢাকার বেশ কয়েকটি হলে হিন্দি সিনেমা ‘ওয়ান্টেড’ মুক্তি দেওয়া হয়।
গতকাল শুক্রবার বাংলাদেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা ‘ওয়ান্টেড’এর মুক্তি হয়। হিন্দি সিনেমা আমদানি ও প্রদর্শনের প্রতিবাদ করে আসছে বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টরা। গতকাল ছবিটি মুক্তির দিনে চার হলে গিয়ে পোস্টার এবং ব্যানার ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীরা।
বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাকিব খান এই বিক্ষোভে অংশ নিয়ে বলেছেন, ‘শুধু চলচ্চিত্র নয়, এটা হচ্ছে দেশ রক্ষার আন্দোলন।’
উল্লেখ্য, হিন্দি সিনেমা আমদানি এবং প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোটের ডাকে গত ক’দিন ধরেই এফডিসির ভেতরে ও বাইরে শুটিংসহ চলচ্চিত্র বিষয়ক সমস্ত কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।