দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৃত্যুর ৭ বছর পর মান্নার শেষ চলচ্চিত্র ‘লীলা মন্থন’ মুক্তি পেতে যাচ্ছে। আগামী ২৬ মার্চ ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এক সময়ের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মান্না অভিনীত ‘লীলা মন্থন’ ছবিটি আগামী ২৬ মার্চ মুক্তি পেতে যাচ্ছে। মৃত্যুর প্রায় ৭ বছর পর মান্না অভিনীত চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। এটিই হবে মান্না অভিনীত সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি।
‘লীলা মন্থন’ ছবিটি পরিচালনা করেছেন যৌথভাবে জাহিদ হোসেন ও খোরশেদ আলম খসরু। অভিনয় করেছেন- মৌসুমী, পপি, শাহনূর, দিঘি, মুক্তি, আনোয়ারা, বাপ্পারাজ, আলীরাজ, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।
পরিচালক খোরশেদ আলম খসরু বলেছেন, ‘ছবিটির শুটিং শুরু হয়েছিল প্রায় ১০ বছর আগে। কিছু সমস্যার কারণে ছবিটি এতোদিনে আলোর মুখ দেখেনি। মান্না জীবিত থাকা অবস্থাতেই তার অংশের কাজ শেষ হয়েছিল।
ছবিটির গল্প প্রসঙ্গে খোরশেদ আলম আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্প নিয়েই নির্মিত হয়েছে এ ছবিটি। আমরা চেষ্টা করেছি মুক্তিযুদ্ধকালীন সময়ের বাংলাদেশের বাস্তব চিত্রগুলো তুলে ধরতে। আশা করছি, নতুন প্রজন্ম ছবিটি দেখে দেশপ্রেমে অনুপ্রাণিত হবে। মূলত নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর উদ্দেশ্যেই শত চড়াই-উতরাই পেরিয়েও ছবিটি স্বাধীনতার মাস মার্চ মাসে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’
উল্লেখ্য, ২০০৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রনায়ক মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন জনপ্রিয় এই অভিনেতা।