দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হেলিকপ্টারে বিয়ের খবর আমরা আগেও করেছি। ২০১৩ সালে বিরোধী দলের আন্দোলনের সময় বরপক্ষ বাধ্য হয়ে হেলিকপ্টারে বিয়ে সেরেছেন। এখনও দেশে তেমন অবস্থা বিরাজ করছে। তবে এবার ইচ্ছে করেই হেলিকপ্টার নিয়ে বর নামলেন কনের বাড়ি!
ইতালী প্রবাসী বর মোহাম্মদ ফারুক হোসেন নামলেন কনের বাড়িতে তবে হেলিকপ্টারে চড়েই। এরপর বিয়ে করে কনেকে নিয়ে গেলেন তার নিজ বাড়িতে। তবে হরতাল-অবরোধের কারণে নয়, হেলিকপ্টারে বিয়ের সাধ জেগেছিল ওই বরের তাই।
গত বুধবার বিকেলে বর ফারুক হোসেন নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি বাতানপাড়ার এক মাঠে। অদূরেই কনের বাড়ি হেলিকপ্টার নিয়ে নামেন। এলাকায় রব পড়ে যায়। আকাশ পথে বর নামতে দেখে উৎসুক জনতা ভিড়ও জমান।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, কনে মাকছুদা আক্তার শিখা নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি বাতানপাড়া এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। আর বর ফারুক হোসেন একই জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দাড়িকান্দি এলাকার মৃত আব্দুল মান্নান মেম্বারের ছেলে।
ইতালী প্রবাসী বর ফারুক জানিয়েছেন যে, ছোট বয়স হতেই তার স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করার। সেই স্বপ্ন তার আজ পূরণ হয়েছে। স্বপ্ন পূরণ হওয়ায় শ্রষ্ঠার কাছে তিনি কৃতজ্ঞতাও জানান। পরে বিদায় নেওয়ার সময় বর উৎসুক জনতার কাছে দোয়া চাইলেন। বিদায়ের সময় জনতা হাত নেড়ে বর ও কনেকে শুভেচ্ছা জানালেন।
উল্লেখ্য, বিকেল ৩টার দিকে আড়াই লাখ টাকায় ভাড়া করা সাউথ এশিয়ান এয়ারওয়েজের (এস টু-এ ই এফ) একটি হেলিকপ্টারে চড়ে সৌখিন বর ফারুক হোসেন বাতানপাড়ার কনের পিত্রালয়ে আসেন।