দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিত্র তারকাদের বিয়ে নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহের কমতি থাকে না। এই প্রজন্মের টিভি ও চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভর বিয়ে নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়েছে। ৬ ফেব্রুয়ারি কোলকাতার টালিগঞ্জে শুভবিবাহ সম্পন্ন হয়েছে।
৬ ফেব্রুয়ারি কলকাতার টালিগঞ্জে কণের বাবার বাসায় এক ঘরোয়া অনুষ্ঠানে আরিফিন শুভর শুভবিবাহ সম্পন্ন হয়েছে। তাদের বিয়ে রেজিস্ট্রির আনুষ্ঠানিকতাও ওই দিনই সম্পন্ন হয়। কনের নাম অর্পিতা। কোলকাতার মেয়ে অর্পিতা একজন ফ্যাশন ডিজাইনার। ঢাকায় আগামী ১৬ ফেব্রুয়ারি তার বিয়ের বাকি অনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।
বিয়ের পর শুভ কোলকাতার জাতীয় দৈনিককে জানান, ‘নতুন জীবনের জন্য যাত্রা শুরু করলাম। সবাই আমার ও অর্পিতার জন্য দোয়া করবেন। আমরা যেনো সুখে শান্তিতে পথ চলতে পারি- সেই দোয়াটুকু সবার কাছে কামনা করি।’
ফ্যাশন ডিজাইনার অর্পিতা ঢাকায় আছেন আট বছর যাবত। এখানে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন। অর্পিতার সঙ্গে শুভর পরিচয় ঘটে বছর খানেক আগে। এরপর পরিচয় হতে পারিবারিকভাবে পরিণয় সূত্রে আবদ্ধ হলেন তারা।