দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ পর্দা উঠছে ডিজিটাল ওয়ার্ল্ডের। আর এর একমাত্র উদ্দেশ্য তথ্য ও প্রযুক্তি বিশ্বময় ছড়িয়ে দেওয়া। সে উদ্দেশ্যেই শুরু হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫।
আজ জাকজমকপূর্ণভাবে পর্দা উঠতে যাচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫। বিশ্বের ২৫টি দেশ হতে আগত ৮৫ জন তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ, ১২০টি বেসরকারি প্রতিষ্ঠান ও ১০০টি সরকারি সংস্থার এতে অংশগ্রহণ করতে যাচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ সোমবার বসছে বিশ্ব-প্রযুক্তির এই মিলন মেলা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অ্যান্ড সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) যৌথভাবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই প্রযুক্তি সম্মেলনের আয়োজন করছে। এই সম্মেলনের সহযোগিতায় রয়েছে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।
জানা গেছে, ২৪টি সেমিনার, ৯টি কনফারেন্স ও ১১টি প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি ৪ দিনের প্রযুক্তি সম্মেলনে থাকছে ৪টি প্রদর্শনীও। এসব প্রদর্শনীর মধ্যে থাকছে- ই-গভর্নেন্স এক্সপো, বেসিস সফট এক্সপো, মোবাইল ইনোভেশন এক্সপো, ও ই-কমার্স এক্সপো।
যে কারো জন্য ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ সম্পূর্ণ ফ্রি, এখুনি Registration করে নিন এই ঠিকানায় – DigitalWorld.org.bd
উল্লেখ্য, এবারের ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ তে দি ঢাকা টাইমস্-এর প্রধান সম্পাদক ও A. R Communications-এর সিইও এম আসিফ রহমান স্পিকার হিসাবে থাকবেন CMS Conf 2015-এ।