ঢাকা টাইমস্ রিপোর্ট ॥ পদ্মা সেতু হবেই- বর্তমান সরকারের যোগাযোগমন্ত্রীর এমন একাধিক মন্তব্যের পর সমপ্রতি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণে ২১ ফেব্রুয়ারি মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক সই হবে। এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা না হলেও ঋণের সুদের হার ও অপর বিষয়গুলো আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে বলে তিনি সাংবাদিকদের অবহিত করেছেন। ৫ ফেব্রুয়ারি সকালে রাজধানীর সড়ক ও জনপথ অধিদফতর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
দুর্নীতির অভিযোগ ওঠায় বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করে দেয়। এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বলে দিয়েছেন, দুর্নীতির প্রমাণ দিতে না পারলে পদ্মা সেতু প্রকল্পের জন্য বিশ্বব্যাংক থেকে অর্থ নেয়া হবে না। এরই পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) চুক্তির আওতায় পদ্মা সেতু নির্মাণ করা হবে। সে অনুযায়ী মালয়েশিয়া গত সপ্তাহে পদ্মা সেতুর বিষয়ে কারিগরি ও অর্থায়ন সংক্রান্ত প্রস্তাব দিলে বাংলাদেশ সরকার তা গ্রহণ করে।
উল্লেখ্য, পদ্মা সেতুর দৈর্ঘ্য হবে ৬.১৫ কিলোমিটার। সেতু নির্মাণে মালয়েশিয়ার ৬৬০ কোটি রিংগিত দেয়ার সম্ভাবনা রয়েছে।
redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.
পদ্মা সেতু হচ্ছে!
Sign in