The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

আগামীকাল শনিবার টিভিতে পরীমনির ‘লেট নাইট কফি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবারও টিভিতে পরীমনির অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানের নাম ‘লেট নাইট কফি’। সেলিব্রেটি লাইভ টিপস এন্ড ফান বিষয়ক অনুষ্ঠান এটি।

Late Night Coffee

জানা গেছে, স্যাটেলাইট টিভি চ্যানেল আরটিভির সেলিব্রেটি লাইভ টিপস এন্ড ফান বিষয়ক অনুষ্ঠান ‘লেট নাইট কফি’। এই অনুষ্ঠানে এবারে অতিথি হয়ে আসছেন বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। অনুষ্ঠানটি আগামীকাল ২৮ মার্চ শনিবার রাত ১২.০১ মিনিটে আরটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।

নুসরাত ফারিয়া মাজহার ও আবিরের উপস্থাপনায় আরটিভির নিজস্ব স্টুডিও হতে সরাসরি সম্প্রচার করা ওই অনুষ্ঠানে টেলিফোন ও ইমেইলের মাধ্যমে দর্শকদের সঙ্গে নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলা হবে। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিষয় অনুযায়ী মিউজিক ভিডিও এবং সিনেমার অংশ বিশেষ দেখানো হবে বলে জানা যায়।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...