দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মল হতে এতো কোটি কোটি টাকার স্বর্ণ! কথাটি শুনে অনেকেই আশ্চর্য হলেও ঘটনাটিকে বিজ্ঞানীরা সত্যি বলেই দাবি করছেন।
বিজ্ঞানীদের দাবি, মানুষের মল হতেই মিলবে কোটি কোটি টাকার সোনা। আজব হলেও গুজব নয়। মার্কিন জিওলজিক্যাল সার্ভের বিজ্ঞানীরা এমন দাবি করেছেন। শুধু সোনাই নয়, রুপা, প্লাটিনামের মতো অন্যান্য মূল্যবান ধাতুও নাকি রয়েছে এই মানব বিষ্ঠাতে!
বিজ্ঞানীরা বলছেন যে, আমরা প্রতিদিন যা কিছু খাই, কসমেটিকস হিসেবে ব্যবহার করি- এর সবকিছুতেই প্রচুর পরিমাণে ধাতু রয়েছে। আর এই ধাতুগুলোই মূলত বেরিয়ে যায় আমাদের মলের মাধ্যমে। সুতরাং বিজ্ঞানীরা চাইছেন এই মল হতে ছেঁকে বের করবেন সেইসব মহামূল্যবান ধাতু।
সংবাদ মাধ্যমকে মার্কিন জিওলজিক্যাল সার্ভের বিজ্ঞানী ক্যাথলিন স্মিথ বলেছেন, ‘মানুষের বিষ্ঠা হতে ইতিমধ্যেই আমরা এইসব ধাতুর সন্ধান পেয়েছি। এসব ধাতুর কিছু বের করাও সম্ভব হয়েছে।’ বিজ্ঞানী ক্যাথলিন স্মিথ আরও বলেছেন, ‘আমাদের প্রচেষ্টা সফল হলে মানুষের বিষ্ঠাই হবে পৃথিবীর সবচেয়ে বড় সোনার খনি!’ তাহলে আর দেরি কেনো আজ হতেই সোনা খোঁজা শুরু হোক?