দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এলিয়েন নিয়ে দীর্ঘদিন যাবত নানা গবেষণা হচ্ছে। ভিনগ্রহের এই এলিয়েন নিয়েও হয়েছে অনেক সিনেমা। সেই এলিয়েন হাজির করার প্রতিশ্রুতি দিয়েছে নাসা!
এলিয়েন নিয়ে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান নানাভাবে গবেষণা করে চলেছেন। আমরা সিনেমায় দেখেছি এলিয়েন কাহিনী। সেই এলিয়েন নিয়ে এবার নাসা গবেষণা শুরু করেছে। এক দশকের মধ্যেই এলিয়েনের সুস্পষ্ট প্রমাণ হাজির করার প্রতিশ্রুতি দিয়েছে নাসা। আর এমন এক পরিস্থিতিতে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে যে, আসলেই কী ভিনগ্রহবাসী বা এলিয়েনদের দেখা মিলবে?
এলিয়েনদের খুঁজে পাওয়া কিংবা তাদের সঙ্গে যোগাযোগের বিষয়টি অনেকেই নিছকই বৈজ্ঞানিক কল্পকাহিনির বিষয় বলেই মনে করেন। কিন্তু যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কয়েকজন বিজ্ঞানী রয়েছেন যাঁরা জানিয়েছেন, ‘আমরা এলিয়েনদের খুঁজে পাওয়ার দ্বারপ্রান্তে এসেছি, বড় জোর আর ১০ বছর সময় লাগবে।’ ২০২৫ সালের মধ্যেই এলিয়েন খুঁজে পাওয়ার ‘সুস্পষ্ট প্রমাণ’ হাজির করার প্রতিশ্রুতি দিয়েছেন নাসার বিজ্ঞানীরা।
নাসার গবেষকেরা এমনও বলেছেন, ‘এই সৌরজগতে আমরাই শুধু নই, আমাদের জানাশোনার বাইরে এই সৌরজগতের কোথাও প্রাণের উদ্ভব ঘটতে পারে। নাসা এটি প্রমাণ করার খুব কাছে চলে এসেছে।’
গত মঙ্গলবার নাসার প্রধান বিজ্ঞানী অ্যালেন স্টেফান প্যানেল আলোচনায় অংশ নিয়ে নাসার এই প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। তিনি বলেছেন, ‘আগামী এক দশকের মধ্যে এলিয়েনের খোঁজ পাওয়া যাবে; যা হবে পৃথিবীর মধ্যে সাম্প্রতিককালের সবচেয়ে বড় ধরনের আবিষ্কার। আমি মনে করি, আমরা এক দশকের মধ্যেই পৃথিবীর বাইরে অন্য কোনোখানে জীবনের অস্তিত্বের খোঁজ পেয়ে যাবো। আমরা জানি কোথায় তাদের খুঁজে পাওয়া যাবে অথবা তাদের কীভাবে খুঁজতে হবে। আমাদের হাতে প্রযুক্তি রয়েছে আর আমরা তা ব্যবহার করছি। আমি মনে করি, আমরা সঠিক পথেই এগুচ্ছি।’
দীর্ঘদিন ধরে এলিয়েন নিয়ে যে বিতর্ক চলছে এখন আবার নতুন করে এলিয়েন নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে কী সত্যিই দেখা মিলবে এলিয়েনদের? যেভাবে গবেষক, বিজ্ঞানী ও উদ্যোক্তারা এগিয়ে যাচ্ছেন তাতে আগামী ১০ বছরের মধ্যে যদি সত্যিই লক্ষ্য অর্জন করে ফেলা যায় তাহলে এলিয়েন নিয়ে একটি অমিমাংসিত বিষয় মিমাংসা হবে।