The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

অনন্ত জলিল নতুন মুখের সন্ধানে নামছেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই সময়ের এক আলোচিত নায়ক ও পরিচালক অনন্ত জলিল নতুন মুখের সন্ধানে নেমেছেন। তার নতুন ছবি ‘দ্য স্পাই’তে একঝাঁক নতুন মুখ খুঁজছেন তিনি।

Jalil & new faces

এই সময়ের এক আলোচিত নায়ক ও পরিচালক অনন্ত জলিল নতুন মুখের সন্ধানে নেমেছেন। তার নতুন ছবি ‘দ্য স্পাই’তে একঝাঁক নতুন মুখ খুঁজছেন তিনি। তার নতুন ছবি ‘দ্য স্পাই’তে একঝাঁক নতুন মুখ নিয়ে কাজ করতে চান তিনি। তবে ওই ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন অনন্ত জলিল এবং তার নায়িকা হিসেবে থাকছেন বর্ষা।

Jalil & new faces-2

তিনি জানিয়েছেন যে, এই ছবির দ্বিতীয় নায়ক-নায়িকা, ভিলেন, বাবা, এমনকি মায়ের সব চরিত্রেও নতুন মুখ খুঁজছেন। এজন্য তিনি নতুন মুখের সন্ধানে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে একটি প্রতিযোগিতার কার্যক্রম গ্রহণ করবেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। শীঘ্রই এ ব্যাপারে একটি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন তিনি।

Jalil & new faces-3

উল্লেখ্য, ‘দ্য স্পাই’ ছবিটি প্রযোজনা করছে মনসুন ফিল্মস। অনন্ত জলিল ‘খোঁজ দ্য সার্চ’, ‘দ্য স্পীড, হৃদয় ভাঙা ঢেউ’, ‘মোস্ট ওয়েলকাম’ ‘মোস্ট ওয়েলকাম-টু’ ,‘নিঃস্বার্থ ভালবাসা’ ছবিতে অভিনয় করেন। তিনি ‘নিঃস্বার্থ ভালবাসা’ নামে একটি ছবি পরিচালনা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...