The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

হ্যাপির নতুন ছবি ‘নীলদৃষ্টি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে মামলা করার পর ব্যাপক আলোচিত নায়িকা হয়ে গেছেন নাজনীন আক্তার হ্যাপি। তার নতুন ছবি ‘নীলদৃষ্টি’ নিয়েও আলোচনার শেষ নেই।

Happy New Pictures 'nildresti'

ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করার পর হালে ব্যাপক আলোচিত হয়েছে এই সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। তিনি এখন আবার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। কাশেম মন্ডল পরিচালিত হ্যাপির নতুন ছবির নাম ‘নীলদৃষ্টি’।

হ্যাপি তার নতুন ছবি সম্পর্কে বললেন, ‘ এই ছবিটির কাহিনী পুরোপুরি নায়িকা নির্ভর। এতে দুইজন নবাগত নায়কও রয়েছেন। ছবিটির কাহিনী আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে নায়িকা প্রধান হওয়ায় আমার আগ্রহটা একটু বেশিই ছিল। তাছাড়া অতীতকে ভুলে আমি কাজের মাঝে ডুবে থাকতে চাই। সে কারণে ক্যারিয়ার নিয়ে আরও বেশি যত্নবান হয়েছি। সবকিছু ঠিক-ঠাক থাকলে আগামী ২৮ এপ্রিল হতে ছবিটির শুটিং শুরু হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...