দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মা শব্দটির চেয়ে মধুর কিছু এই পৃথিবীতে নেই সেটি আবারও প্রমাণ হলো। চোখবাঁধা অবস্থাতেও মাকে খুঁজে নেওয়ার এক হৃদয় ছোঁয়া দৃশ্য দেখলে সেটি বুঝতে পারবেন।
মা কথাটি ছোট্ট অতি
কিন্তু যেনো ভাই,
তাহার চেয়ে নাম যে মধুর
ত্রীভূবনে নাই।
উপরোক্ত ছড়াটি শুধু কথার কথা নয়। এটি যে বাস্তবেও সত্য তার প্রমাণ আমরা সব সময় পেয়েছি। এবারও ঠিক এমন একটি প্রমাণ পাওয়া গেলো। মায়ের চেয়ে মধুর সম্পর্কের পৃথিবীতে আর কিছু নেই। পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই তার মায়ের কোল চিনতে পারে। এবার সত্যিই প্রমাণ মিললো যে মাকে চিনতে কোনো বেগ পেতে হয় না। চোখ বাঁধা থাকলেও তার মাকে সে খুব অনায়াসে চিনে নিতে পারেন সেটি প্রমাণ করলো ভিডিওর এসব শিশুরা।
ওই ভিডিওটিতে দেখা যায়, শুধুমাত্র গন্ধ, স্পর্শ থেকেই শিশুরা বুঝে নেয় আসলে কে তার মা। অনেক মায়ের মাঝেও তারা খুঁজে নিতে পারে নিজের মাকে। এটা প্রমাণ করার জন্য কিছু শিশুকে চোখ বেঁধে তার মায়েদের খুঁজে নিতে বলা হলো, তখন তারা গন্ধ ও স্পর্শ নিয়েই সঠিকভাবে বলে দিলেন তাদের মা কোনটি। মাকে খোঁজার নেওয়ার এই হৃদয় ছোঁয়া দৃশ্য দেখে যে কেও অভিভূত না হয়ে পারবেন না।
দেখুন সেই হৃদয় ছোঁয়া দৃশ্যটি