দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিখোঁজ বিএনপি নেতা সালাউদ্দিন ভারত থেকে ফোন করেছেন বলে যে খবর এসেছে, সে বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
প্রায় ঘণ্টা দুয়েক এই বিষয়টি নিয়ে বেশ নাটকীয়তা চলে। বিভিন্ন রকম খবর আসতে থাকে। আসলে ঘটনাটি কি সে বিষয়ে জানতে ভিড় জমান সংবাদ মাধ্যম কর্মীরা। অবশেষে বিএনপির নিখোঁজ যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদের খোঁজ পাওয়ার কথা নিশ্চিত করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
বিভিন্ন সংবাদ কর্মীরা বিষয়টি জানার পর নিশ্চিত হওয়ার জন্য ভিড় করলে আজ মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজা’ হতে বেরিয়ে এসে অপেক্ষারত সংবাদ কর্মীদের তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় সালাউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ বলেন, ‘তিনি (সালাহউদ্দিন) ভারতের কোনো একটি স্থান হতে ফোন করেছিলেন। কিছুক্ষণের মধ্যেই আমি এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবো।’