দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং গ্যালাক্সি এস৬ এবার ছাড় ও কিস্তিতে পাওয়া যাচ্ছে। এই লাভজনক অফারের আওতায় গ্রাহকরা সর্বোচ্চ ১৫ হাজার টাকার নগদ ছাড়সহ ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধাও পেতে পারেন।
স্যামসাং মোবাইল বাংলাদেশ সীমিত সময়ের জন্য ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস৬-এর একটি বিশেষ অফার নিয়ে এসেছে। এখন প্রতিটি গ্যালাক্সি এস৬ কেনার পর গ্রাহকরা আকর্ষণীয় ক্যাশব্যাক সুবিধা পাবেন। স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, এই লাভজনক অফারের আওতায় গ্রাহকরা সর্বোচ্চ ১৫ হাজার টাকার নগদ ছাড়সহ ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধাও পেতে পারেন।
বলা হয়েছে, নির্ধারিত স্যামসাং স্টোর হতে গ্যালাক্সি এস৬ কেনার সময় গ্রাহকরা ফোনের সঙ্গে একটি সিরিয়াল নম্বর পাবেন। ওই নম্বরটি একটি নির্ধারিত নম্বরে এসএমএস করতে হবে। একটি ফিরতি এসএমএস-এর মাধ্যমে গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে তারা এই অফারে কত টাকার ক্যাশ ব্যাক পেয়েছেন।
জানা গেছে, প্রাপ্ত এসএমএস-এর ওপর ভিত্তি করে গ্রাহকরা সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক সুবিধা পাবেন। সীমিত সময়ের এই অফারে গ্রাহকরা অন্তত ৭ হাজার টাকা নিশ্চিত ক্যাশব্যাক পাবেন। সেই সঙ্গে এই অফারের আওতায় গ্রাহকরা আরও এক বছরের কিস্তি সুবিধাও পেতে পারেন। তবে এক্ষেত্রে গ্রাহকদের সুবিধা অনুযায়ী তারা তাদের পছন্দ মতো ৩ মাস, ৬ মাস, ৯ মাস কিংবা ১২ মাসের ইএমআই সুবিধা গ্রহণ করতে পারবেন বলে জানানো হয়েছে। তবে এসব সুযোগ-সুবিধাগুলো সীমিত সময়ের জন্য। স্যামসাং বাংলাদেশের মোবাইল বিভাগ এসব তথ্য দিয়েছে।