দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রোজার মধ্যে দিনের বেলা খাওয়ার অভিযোগে সিরিয়ায় দুই তরুণকে ফাঁসি দিয়েছে জঙ্গী সংগঠন আইএস।
রোজার মধ্যে দিনের বেলা খাওয়ার অভিযোগে সিরিয়ায় দুই তরুণকে ফাঁসি দিয়েছে জঙ্গী সংগঠন আইএস। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের উদ্বৃতি দিয়ে সংবাদ মাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।
মানবাধিকার পর্যবেক্ষণকারী দলটির প্রধান রামি আবদেল রহমান এএফপিকে বলেছেন যে, দেইর ইজর প্রদেশের মায়াদিন গ্রামের বাসিন্দারা তাদের বলেছেন, ‘আইএস জঙ্গিরা ১৮ বছরের কম বয়সী দুই তরুণকে ক্রসবারের সঙ্গে ঝুলিয়ে হত্যা করে।’ তিনি আরও বলেন, মঙ্গলবার দিনের বেলা খাওয়ার সময় তাদের আটক করা হয়। এরপর দুপুরে তাদের ক্রসবারের সঙ্গে ঝোলানো হয়। সন্ধ্যা পর্যন্ত তারা ঝুলন্ত অবস্থাতে ছিল।
জানা যায়, জঙ্গিরা ওই দুই তরুণের গায়ে সেঁটে দেয় একটি কাগজ। সেখানে লেখা ছিল- ‘এরা ধর্মকে অবজ্ঞা করে দিনের বেলায় খেয়েছে।’