The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

কুমিরের সঙ্গে মানুষের বন্ধুত্বের এক নজির! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক দৈত্যাকার কুমিরের সামনে যেতে একজন মানুষের আত্মা শুকিয়ে যাওয়ার কথা। কিন্তু সেই কুমিরের সঙ্গেই গড়ে উঠেছে মানুষের এক অনন্য বন্ধুত্বের নজির!

One example of the friendship with crocodiles

এক দৈত্যাকার কুমিরের সামনে যেতে একজন মানুষের আত্মা শুকিয়ে যাওয়ার কথা। কিন্তু সেই কুমিরের সঙ্গেই গড়ে উঠেছে মানুষের এক অনন্য বন্ধুত্বের নজির! তাও আবার একদিন দু’দিন নয়, প্রায় ২০ বছর ধরে চলছে এই বন্ধুত্ব।

কোস্টারিকার এক জেলে তিনি রপ্ত করেছেন কুমিরের সঙ্গে এই বন্ধুত্ব। কুমিরের সঙ্গে সে বন্ধুত্ব এক প্রগাঢ়। এমন ঘটনা চোখে পড়ে না। কুমিরের সঙ্গে বন্ধুত্ব তার এমনই যে তিনি কুমিরের মুখে মুখ রাখছেন, তার সঙ্গে মাথা দিয়ে ঘুমোচ্ছেন। এমনভাবে তার সঙ্গে মিশছেন যে ৫.২ মিটার (১৭ ফুট) লম্বা কুমির। এতোবড় একটি প্রাণী তাও আবার ভয়ংকর হিংস্র দাঁতের এক প্রাণী। এরকম ভয়ংকার প্রাণীর সঙ্গে মানুষের সখ্যতা সত্যিই এক বিরল ঘটনা। ছবিগুলো দেখলেই বোঝা যায় সেই বন্ধুত্বের প্রগাঢ়তা। তথ্যসূত্র: blogs.discovery.com

দেখুন সেই অবিস্মরণীয় বন্ধুত্বের ভিডিও

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...