দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বনের পশু-পাখিদের সঙ্গে মানুষের বন্ধুত্ব আজ নতুন নয়। তবে হিংস্র পশুদের সঙ্গে যখন মানুষের বন্ধুত্ব হয় তখন সেটি আশ্চর্যজনক মনে হয়। এমনই বাঘের সঙ্গে মানুষের বন্ধুত্বের কয়েকটি নিদর্শন রয়েছে আজকের ভিডিওতে।
![বাঘের সঙ্গে মানুষের বন্ধুত্বের কয়েকটি নিদর্শন দেখুন [ভিডিও] 1 human friendship with tiger](https://thedhakatimes.com/wp-content/uploads/2015/07/human-friendship-with-tiger-600x343.jpg)
বনের পশু-পাখিদের সঙ্গে মানুষের বন্ধুত্ব আজ নতুন নয়। তবে হিংস্র পশুদের সঙ্গে যখন মানুষের বন্ধুত্ব হয় তখন সেটি আশ্চর্যজনক মনে হয়। এমনই বাঘের সঙ্গে মানুষের বন্ধুত্বের কয়েকটি নিদর্শন রয়েছে আজকের ভিডিওতে। আপনি এসব ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে মানুষের সঙ্গে পশুদের বন্ধুত্ব গড়ে ওঠে একেবারেই অন্যরকম এক অভিজ্ঞতা। সচরাচর এমনটি দেখা যায় না। তবে মাঝে-মধ্যেই আমাদের চোখে পড়ে এমন সব দৃশ্য।
হিংস্র প্রাণীর সঙ্গে মানুষের বন্ধুত্বের এসব কাহিনী না দেখলে সত্যিই বিশ্বাস করা বড়ই কঠিন। আজ আপনাদের জন্য এমনই একটি ভিডিও রয়েছে। আসুন সেটি দেখে নেওয়া যাক।
দেখুন সেই দুর্লব ভিডিও