দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তিনদিনের ঈদ ছুটি শেষে অফিস খুললেও উপস্থিতি নেই। রাস্তাঘাট এখনও ফাঁকা। কোথাও কোনো যানজট নেই। এক ভুতুড়ে শহরের মতো!
ফাইল ছবি
ঈদের ছুটির কারণে ঈদের আগের দিন থেকেই রাস্তাঘাট ফাঁকা হতে থাকে। ঈদের ছুটির পর আজ প্রথম অফিস। কিন্তু তারপরও রাস্তাঘাট একেবারে ফাঁকা। এখনও নিজগ্রামে যারা গেছেন তারা ফেরেননি। আর তাই অফিসের হাজিরাও একেবারেই কম। খুব কম সংখ্যক লোক অফিসে হাজির হয়েছেন।
অপরদিকে রাস্তাঘাটও একেবারে ফাঁকা। যেখানে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে থাকতে হয়, সেখানে রাস্তায় কোনো যানবাহন নেই বললেই চলে। অন্য সময়ে যে রাস্তায় যেতে সময় লাগতো দুই ঘণ্টা এখন তা আধা ঘণ্টায় হয়ে যাচ্ছে। তাই অনেকেই রাজধানী ঢাকার এমন যানজটমুক্ত অবস্থা দেখে বলছেন, এমন অবস্থা যদি সারা বছর থাকতো!