দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার আইফোন ৬ প্লাস ক্যামেরায় ত্রুটি দেখা দিয়েছে। বেশ কিছু আইফোন ৬ প্লাসের ক্যামেরায় ত্রুটি দেখা দেওয়ার বিষয়টি সম্প্রতি স্বীকারও করেছে অ্যাপল।
এবার আইফোন ৬ প্লাস ক্যামেরায় ত্রুটি দেখা দিয়েছে। বেশ কিছু আইফোন ৬ প্লাসের ক্যামেরায় ত্রুটি দেখা দেওয়ার বিষয়টি সম্প্রতি স্বীকারও করেছে অ্যাপল। ক্যামেরার ত্রুটির কারণে অনেকের আইফোন ৬ প্লাস ফোনে তোলা ছবি দেখা যাচ্ছে ঘোলাটে। যারা আইফোন ৬ প্লাস নিয়ে এ ধরনের সমস্যায় পড়েছেন বিনামূল্যে তাদের ফোনের ক্যামেরাটি মেরামত করে দেওয়ার ঘোষণা দিয়েছে খ্যাতিসম্পন্ন মার্কিন এই প্রতিষ্ঠানটি। সিএনএনের এক খবরে এ তথ্য দেওয়া হয়েছে।
এ বিষয়ে অ্যাপল কর্তৃপক্ষ বলেছে, গত বছরের সেপ্টেম্বর এবং এ বছরের জানুয়ারি মাসে বিক্রি হওয়া আইফোন ৬ প্লাসের ক্ষেত্রে এ ধরনের সমস্যা থাকতে পারে। ফোনটির পেছনে আইসাইট ক্যামেরার কারণে ঘোলাটে ছবি উঠতে পারে। তবে সামনের দিকের ক্যামেরায় কোনো সমস্যা নেই।
অ্যাপল আরও কর্তৃপক্ষ আরও বলেছে যে, অ্যাপল স্টোর, অনুমোদিত অ্যাপল পণ্য সেবাদাতাদের নিকট হতে বিনামূল্যে আইফোনের এই সমস্যার সমাধান করে নেওয়া যাবে। কিন্তু কোনো টেলিকম সেবাদাতা এই সমস্যা সমাধান করতে পারবে না। কারও ফোন ত্রুটিযুক্ত আইফোনের তালিকায় রয়েছে কিনা তা অ্যাপলের ওয়েবসাইটে দেওয়া সিরিয়াল নম্বর মিলিয়ে দেখে নেওয়া যাবে বলে জানানো হয়েছে।
তথ্যসূত্র: http://money.cnn.com