দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্কার্ট পরার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার খবর আমরা আগেই পড়েছি। এবার ব্রিটেনে স্কার্ট পরায় ১২০ ছাত্রী বহিস্কার করা হয়েছে।
ব্রিটেনের একটি স্কুল কর্তৃপক্ষ হাটুর ওপরে স্কার্ট পরার অপরাধে শুক্রবার প্রায় ১২০ জন ছাত্রীর ক্লাসে অংশ নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
বৃটেনের হার্টফোর্ডশায়ারের ট্রিং স্কুল কর্তৃপক্ষ জানায়, এর আগে পোশাকের নিয়ম সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থী এবং তাদের পিতামাতাদের বারবার সতর্ক করে। স্কুল কর্তৃপক্ষ ছোট পোশাক অর্থাৎ স্কার্ট পরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল।
স্কুলটির প্রধান শিক্ষক স্যু কলিংস জানিয়েছেন, স্কুলটি তার মূল্যবোধ এবং অর্জনের ব্যাপারে সবসময়ই গর্ববোধ করে থাকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছে শিক্ষার্থীদের অভিভাবকরা।
একজন অভিভাবক বিবিসিকে বলেন, ‘বন্ধুদের সামনে ক্লাস হতে বের করে দেওয়ায় আমার মেয়ে অপমানিত বোধ করেছে। সে এখন আর স্কুলে যেতেেই চাচ্ছে না।’
আরও এক অভিভাবক বলেছে, ‘স্কার্টের মাপ ছোট হওয়ায় আমার মেয়েকে দ্বিতীয়বারের মতো স্কুল হতে বের করে দেওয়া হলো।’ তিনি স্কুল কর্তৃপক্ষের খামখেয়ালীপনা বলে উল্লেখ করেন।