The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বড়পর্দায় অপূর্বর প্রথম ছবি ‘গ্যাংস্টার রিটার্নস’ মুক্তি প্রতীক্ষায়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বড়পর্দায় টিভি অভিনেতা অপূর্বর প্রথম ছবি ‘গ্যাংস্টার রিটার্নস’ এখন শুধুই মুক্তি প্রতীক্ষায় রয়েছে। এ বছরের ৪ ডিসেম্বর মুক্তি পেতে পারে এই ছবিটি।

Gangster Returns

২০১৩ সালের শেষের দিকে ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবিটির কাজ শেষ হয়। কিন্তু নানা কারণে থমকে ছিল এই ছবি মুক্তির বিষয়টি। এক কথায় আটকে ছিলো এতোদিন এই ছবিটি। জানা গেছে, এ বছরের ৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ছবিটির।

Gangster Returns-2

ছবিটির কাহিনী মূলত অপরাধজগতের বিভিন্ন প্রেক্ষাপট নিয়েই উঠে এসেছে। কাহিনী এমন, পারিবারিক অসচ্ছলতার জন্য অপূর্ব জড়িয়ে পড়ে অপরাধজগতের সঙ্গে। আর তাই তাকে হারাতে হয় আপনজনদের।

আশিকুর রহমান পরিচালিত ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবিতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া। অবশ্য ইতিমধ্যে ‘চোরাবালি’ এবং ‘দ্য স্টোরি অব সামারা’ নামে পরের দুটি ছবিতে অপূর্বকে দেখা গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...