The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

যুক্তরাষ্ট্রে লাদেন মনে করে এক শিখের উপর হামলা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লাদেনের মৃত্যু হয়েছে বেশ ক’বছর আগে। কিন্তু তার কথা কেও ভুলতে পারেনি। এখনও প্রায়ই শোনা যায় লাদেন বেঁচে আছেন। এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। লাদেন মনে করে এক শিখের উপর হামলা হয়েছে।

attack on Sikhs

১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ারে ঘটে যাওয়া বার্ষিকী উদযাপনের ঠিক আগের দিন গতকাল ১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ঘটলো এমন এক ঘটনা। এক বৃদ্ধ শিখকে ওসামা বিন লাদেন মনে করে নৃশংসভাবে মারধর করা হলো। গতকাল বৃহস্পতিবার ইন্দ্রজিৎ সিং মুকারকে দেখে ক্ষিপ্ত উঠে বেশ কয়েকজন আমেরিকান। তারা সবাই চিৎকার করে বলতে থাকেন- ‘বিন লাদেন, তুমি একজন সন্ত্রাসী, নিজের দেশে ফিরে যাও’। লাদেন, মনে করে তাকে নৃশংসভাবে মারধর করা হলে শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে যেতে হয় হাসপাতালে।

জানা যায়, মুকার নামের ওই শিখ একজন আমেরিকান। তিনি একটি মুদির দোকান হতে বের হয়ে তার গাড়িতে উঠতেই তার উপর চড়াও হয় ওই হামলাকারীরা। তারা মুকারের মুখে কিল-ঘুষি মেরে আঘাত করে। যে কারণে ঘটনা স্থলেই জ্ঞান হারান মুকার। মুকার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...