The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

৩৮৭ কোটি টাকার হীরা উপহার ৭ বছরের মেয়েকে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উপহার বটে! একশ’ দুইশ’ কিংবা হাজার টাকা নয়, এক ব্যক্তি রীতিমতো ৩৮৭ কোটি টাকার হীরা উপহার দিলেন তার ৭ বছরের মেয়েকে!

diamond gift

টাকা থাকলে সব কিছুই সম্ভব। আর টাকা না থাকলে তখন তার কাছে সবকিছুই যেনো বিষাদময়। এমন এক ব্যক্তির কথা সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে তিনি তার মেয়েকে ৩৮৭ কোটি টাকার হীরা উপহার দিয়েছেন। এটিই দুনিয়ার সব থেকে মূল্যবান হীরা। নাম ‘দ্য ব্লু মুন ডায়মন্ড’। দামে ৪৮.৪ মিলিয়ন ডলার। বাংলাদেশী মুদ্রায় যার দাম ৩৮৭ কোটি ২ লাখ টাকা। এটি ১২.০৩ ক্যারটের।

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, সম্প্রতি এই হীরার নিলামটি হয়েছে সুইজারল্যান্ডের জেনেভায়। আর নতুন ক্রেতা অথবা হীরার মালিক, কেনার পরই হীরাটির নতুন নামও দিয়েছেন। ‘ব্লু মুন অফ যোশেফিন’।

যে ব্যক্তি এই হীরা কিনেছেন, সেই হংকংয়ের বাসিন্দা যোশেফ লাউয়ের ৭ বছরের মেয়ের নাম হলো যোশেফিন। আর তাই তিনি মেয়ের নামের সঙ্গে মিল রেখেই হীরাটির নতুন নাম দিয়েছেন তিনি। যোশেফ লাউ মাঝে মাঝেই এরকম হীরা কিনে থাকেন। ফোর্বসের বিচারে তিনি হলেন বিশ্বের ১৪ নম্বর ধনী ব্যক্তি!

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...