দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শনিবার, ২২ নভেম্বর ২০১৫ খৃস্টাব্দ, ৮ অগ্রহায়ণ ১৪২২ বঙ্গাব্দ, ৯ সফর ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি আপনারা দেখছেন সেটি জয়পুরহাটের বারশিবালয় মন্দির। এটি একটি ঐতিহাসিক মন্দির।
বার শিবালয় মন্দিরটি জয়পুরহাট জেলার বেল-আমলা গ্রামে অবস্থিত। এখানকার প্রাকৃতিক পরিবেশে ঘেরা নিভৃত স্থানে ১২টি শিবমন্দির রয়েছে। মন্দিরগুলি কোন যুগে এবং কার দ্বারা তৈরি তার সঠিক ইতিহাস জানা যায়নি। তবে মন্দিরের গঠন প্রণালী এবং নির্মাণ কাজে ব্যবহৃত বস্তু দেখে মনে হয় এগুলি সেন যুগের তৈরি। কারণ হলো সেন রাজা বল্লভ সেন ছিলেন শিবের উপাসক তথা শৈব। এতদাঞ্চলে সেন রাজাদের কিছু কীর্তিও রয়েছে। যথা পাঁচবিবির লকমা রাজবাড়ি এবং পাথরঘাটা। আর তাই ধরে নেওয়া যায় রাজা বল্লাল সেন শিব উপাসনার জন্য এখানে এসব মন্দিরগুলি নির্মাণ করা হয়।
ছবি ও তথ্য: www.bd-traveler.com এর সৌজন্যে।