দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘শিগগিরই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে’? এমন কথা বলেছেন আমেরিকার রক্ষণশীল রেডিও সঞ্চালক ও টকশো আলোচক গ্লেন বেক।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ‘সিরিয়া সীমান্তে রুশ বিমান ভূপাতিত করার পর যদি ন্যাটো জোট সংস্থাটির অনুচ্ছেদ-৫ অনুসরণ করে, সেক্ষেত্রে শিগগিরই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে- এমন মন্তব্য করেছেন আমেরিকার রক্ষণশীল রেডিও সঞ্চালক ও টকশো আলোচক গ্লেন বেক। তুরস্কের সামরিক বাহিনী রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার পর ও ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে গত মঙ্গলবার সকালে রেডিও অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
গ্লেন বেক বলেন, ‘যদি কেও ন্যাটো সনদের ৫নং অনুচ্ছেদের কথা বলে, তাহলে তা বলবে ফ্রান্স; তুরস্ক নয়, তা বলার যথেষ্ট সম্ভাবনাও রয়েছে।’
ন্যাটো জোটের অনুচ্ছেদ-৫ এ বলা আছে, কোনো সদস্য দেশ শত্রু দ্বারা আক্রান্ত হলে, জোটের বাকি সদস্যরা আক্রান্ত দেশের পাশে দাঁড়াবে ও সামরিক বাহিনী ব্যবহারসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এ সম্পর্কে গ্লেন বেক আরও বলেন, ‘যদি কেও অনুচ্ছেদ-৫ নিয়ে কথা বলা শুরু করে দেয়, তাহলে তা আমাদেরকে যুদ্ধের মধ্যে নিয়ে যাওয়ার সামিল হবে।’