The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

অ্যাপলকে টক্কর দিতে বাজারে এলো ১২.৫ ইঞ্চির ল্যাপটপ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রযুক্তি এমনভাবে এগিয়ে যাচ্ছে যে শেষ পর্যন্ত প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ঠিক এমনই ঘটনা ঘটেছে। অ্যাপলকে টক্কর দিতে এবার বাজারে এলো ১২.৫ ইঞ্চির ল্যাপটপ।

12.5-inch laptop

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, স্মার্টফোনের বাজারে অ্যাপল এবং লেনেভোকে টক্কর দিতে চীনা সংস্থা শাওমি প্রতিযোগিতায় নেমে পড়েছে। এবার ল্যাপটপের জগতেও ওই দুই শীর্ষস্থানীয় সংস্থাকে হঠাতে তারা কোমর বেঁধে নেমেছে শাওমি।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয় ডিজিটাইমস ওয়েবসাইটের দাবি করেছে যে, ওই কোম্পানি শাওমি ইতিমধ্যেই তাদের সাংহাইয়ের কারখানায় ১২.৫ ইঞ্চির ল্যাপটপের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। জানা যায়, ২০১৬ সালের এপ্রিলের মধ্যেই বাজারে চলে আসবে এই ল্যাপটপটি। তাদের দাবি, অ্যাপল ম্যাকবুক এয়ার এবং লেনেভো থিঙ্কপ্যাডকে প্রতিযোগিতায় ধুলিস্যাৎ করে দেওয়ার হিম্মত রাখে শাওমির এই ল্যাপটপ।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...