দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টিভি দেখেন অনেকেই। তবে এতো সময় ধরে টিভি দেখার রেকর্ড বোধহয় কারও নেই। এক ব্যক্তি বিশ্বরেকর্ড গড়লেন টানা ১২১ ঘণ্টা টিভিতে সিনেমা দেখে!
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, এক ব্যক্তি টিভি দেখলেন টানা ১২১ ঘণ্টা ২৩ মিনিট। অর্থাৎ যা টানা ৫ দিনেরও বেশি সময়। তিনি ঘুম এড়িয়ে শুধু টিভি দেখেছেন! ঠিক তাই কানাডার এক ব্যক্তি একটানা ১২১ ঘণ্টা টিভিতে সিনেমা দেখে নতুন গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। ওই ব্যক্তির নাম সুরেশ জোয়াচিম। জোহানেসবার্গ বসবাসকারী এই কানাডিয়ান ভেঙে দিলেন এক ভারতীয়র বিশ্ব রেকর্ডটি।
উল্লেখ্য যে, ভারতীয় নাগরিক আশীষ শর্মা টানা ১২১ ঘণ্টা ১৮ মিনিট ছিল সবচেয়ে বড় কাউচ পটেটো হওয়ার গিনিস রেকর্ডটি। সেই রেকর্ড ভেঙে ফেললেন কানাডার সুরেশ জোয়াচিম। তিনি দেখলেন মোট ৪৮টি সিনেমা।
সিনেমা দেখার পাগণ, বিশ্ব রেকর্ড গড়া সুরেশ জোয়াচিম রেকর্ড গড়ার পর বললেন, ‘কয়েক ঘণ্টা ঘুমিয়ে আবার সিনেমা দেখবো!’
সুরেশ জোয়াচিমকে সাংবাদিকরা প্রশ্ন করেন, এতোগুলো সিনেমা তাও আবার টানা ১২১ ঘণ্টা ধরে দেখার সময় আপনার ঘুম পায়নি? জবাবে সুরেশ বললেন, ‘ঘুমের কথা মাথাতেই আসেনি আমার! রেকর্ড গড়বো সেটিও মাথায় ছিল না, শুধু চেয়েছি পরপর যতোগুলো পারি সিনেমা দেখবো।’